ধর্ষণ মামলার আসামিদের মারধরে ভুক্তভোগীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:০৫ পিএম, ০৩ জুলাই ২০২১
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় ধর্ষণ মামলার আসামিদের মারধরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীসহ চারজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর ধর্ষণের ঘটনায় করা মামলা আপস-মীমাংসার টাকা নিয়ে সৃষ্ট বিবাদ থেকে এই মারধরের ঘটনা ঘটে।

শনিবার (৩ জুলাই) দুপুর ২টায় উপজেলার আনারপুর দহপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগীরা বিকেলে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ৭ম শ্রেণির এক ছাত্রীকে একই এলাকার আনারপুর দহপাড়া গ্রামের আকাশ, শামীম ও মোতালেব নামে তিন বখাটে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি ধুনট থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন।

মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামি আকাশকে (২৭) বগুড়া শহর থেকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। আসামি আকাশ ২০ জুন আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বাদীপক্ষের সঙ্গে মামলাটি আপস-মীমাংসার চেষ্টা চালায়। একপর্যায়ে গত ২৫ জুন ২ লাখ টাকায় মামলাটি আপসের সিদ্ধান্ত হয়।

এই টাকা লেনদেন নিয়ে শনিবার দুপুরে আসামিপক্ষের সঙ্গে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামি ও তার লোকজনের মারধরে স্কুলছাত্রীসহ তার মা, খালা ও নানী আহত হয়। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় স্কুলছাত্রীর নানী বাদী হয়ে আসামিপক্ষের আব্দুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ও ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার তিন আসামির বিরুদ্ধে তদন্ত শেষে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে অভিযোগপত্র আদালতে পাঠানো হবে। মামলার আপস-মীমাংসার বিষয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি। তবে বাদীপক্ষের কাউকে মারপিটের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।