ধুনটে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার
বগুড়ার ধুনটে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার হাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহেল কাফি পাপ্পু (৩৭) ও জসমত আলীর ছেলে মনোয়ার হোসেন জয় (২৭)।
এর আগে শনিবার রাত ৮টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ধুনট-সোনাহাটা সড়কের পাকুড়িহাটা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, পাপ্পু ও জয় এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করে আসছেন। এর আগে পুলিশের হাতে কয়েক দফা গ্রেফতারও হয়েছেন তারা। কিন্তু জামিনে মুক্ত হয়ে আবার তারা মাদকের সাথে জড়িয়ে পড়েন। শনিবার রাতে পকুড়িহাটা ব্রিজ এলাকায় হেরোইন বিক্রয়ের সময় খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আরএইচ/জিকেএস