‘কোম্পানীগঞ্জ আ.লীগ নেতাদের শান্ত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৪ জুলাই ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শান্তির বার্তা’ নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

রোববার (৪ জুলাই) সকালে বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে তার বড় রাজাপুরের বাড়িতে এবং প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের স্থানীয় মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর কেজি স্কুল রোডের বাসায় সাক্ষাৎ করেন।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

তিনি জাগো নিউজকে বলেন, ‘কয়দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। কোম্পানীগঞ্জের বিবদমান আওয়ামী লীগের দুই গ্রুপের বিষয়ে প্রধানমন্ত্রী আমার মাধ্যমে নানা নির্দেশনা দিয়েছেন। সেটি জানাতেই উভয় পক্ষের সঙ্গে এ সাক্ষাৎ করি।’

খায়রুল আনম সেলিম আরও বলেন, ‘কোম্পানীগঞ্জের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াকিবহাল আছেন। তিনি সবাইকে শান্ত থাকতে নির্দেশ দিয়েছেন। অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ব্যাপারে উনার সিদ্ধান্তের বিষয়টি জানাবেন।’

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘কোম্পানীগঞ্জের অবৈধ অস্ত্র উদ্ধার, নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি। তা না হলে এখানে শান্তি ফিরে আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো সভাপতি সেলিম সাহেবকে উদ্যোগ নিতে বলেছি। আমি সর্বাত্মক সহযোগিতা করব।’

jagonews24

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শান্ত থাকার নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমরা বলেছি প্রতিনিয়ত মির্জা কাদের তার বাহিনী দিয়ে আমাদের নিরীহ নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে। এ অবস্থায় সমঝোতা কেমনে হবে?’

প্রসঙ্গত, গত ছয় মাস কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতায় দুজন নিহত হয়েছেন। অনেক নেতাকর্মী আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এসব ঘটনায় থানায় অন্তত ৪০টি মামলা ও আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছে। গ্রেফতারও হয়েছেন শতাধিক নেতাকর্মী।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।