চাঁদপুরে জব্দকৃত সিএনজি-অটোর চালকরা পেলেন খাদ্য সহায়তা
চাঁদপুরে লকডাউনের প্রথম দিন থেকে এ পর্যন্ত জব্দকৃত চার শতাধিক সিএনজি ও অটোরিকশার চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এসব খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এছাড়াও গত ২দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা প্রার্থী দেড় শতাধিক পরিবারকে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনাদের গাড়িগুলো আমরা এখনো জব্দ করে রেখেছি। তাই আপনাদের পরিবারের কেউ যাতে অনাহারে না থাকে সে চিন্তা করেই এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
নজরুল ইসলাম আতিক/আরএইচ/জিকেএস