বগুড়ায় ৫৬ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৪ জুলাই ২০২১

বগুড়ার আদমদীঘিতে ৫৬ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার ( ৪ জুলাই) বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের মনসুর আলীর ছেলে বাপ্পা (৩৫), ডালপট্টির মৃত মোহাম্মদ আলীর ছেলে আফছার আলী (৫০) ও হাটখোলা নতুন বাজার এলাকার মৃত শ্রী মাধব চন্দ্রের ছেলে আনন্দ (৩৬)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ বিক্রি করে আসছিলেন কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সেখানে অভিযান চালিয়ে ৫৬ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।