শায়েস্তাগঞ্জে বিধিনিষেধ লঙ্ঘন করায় ২৬ জনকে জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করায় ২৬ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জুলাই) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর, পুরানবাজার ও নতুনব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় জরিমানা গুনতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেয়া হবে না।
কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/জেআইএম