মৌলভীবাজারে করোনায় আরও ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৪ জুলাই ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে সিলেটের উইমেন্স হাসপাতালে সুমন আহমদ নামের এক প্রবাসী, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের লৈয়ারহাই গ্রামের বাসিন্দা আজিজ উদ্দিন লবিকের স্ত্রী হেনা বেগম ও পৌরসভার উত্তর কুলাউড়া বাসিন্দা হারিছ খাঁন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। হেনা বেগম সিলেটের নুরজাহান হাসপাতালে ও হারিছ খাঁন আল হামরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯ টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে অ্যান্টিজেন টেস্টে ৪৪ জনের মধ্যে ২১ জনের পজিটিভ আসে।

জেলায় এ পর্যন্ত তিন হাজার ১২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই হাজার ৭১৮ জন।

আব্দুল আজিজ মৌলভীবাজার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।