স্বাস্থ্যবিধি মানছে না চা বাগানের বাসিন্দারা, জমজমাট দোকানপাট
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা চা বাগানের বাসিন্দারা স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ঘোরাফেরা করছেন। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাঠ খোলা রেখে ইটা বাজারে কেনাকাটা চলছে।
রোববার (৪ জুলাই) সন্ধ্যায় ওই বাজারে সরেজমিনে দেখা যায়, কেউ স্বাস্থ্যবিধির ধার ধারছেন না। বেশিরভাগই মাস্ক ছাড়া চলাফেরা করছেন। সন্ধ্যার পরও বাজারে কেনাবেচা চলছে।

বাগানের শ্রমিক নেতারা বলছেন, বাইরের লোকজন এখানে এসে ভিড় করছেন। এর সঙ্গে বাগানের লোকজনও আছেন। তবে প্রশাসন বলছে, শ্রমিকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্য বাগান কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া আছে।
শ্রমিক নেতা নাসিম আহমেদ ও নুরে আলম জাগো নিউজকে বলেন, ‘আমাদের সহকারী ব্যবস্থাপক করোনা আক্রান্ত। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা শ্রমিকদের অনুরোধ করেছি। কিন্তু তারা কোনো কথা শুনছে না। লকডাউন থাকায় এখানে বাইরের লোকজন এসে ভিড় জমাচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, বাগান কর্তৃপক্ষকে আমরা যথাযত নির্দেশনা দিয়েছি। তারা আমাদের সহযোগিতা চাইলে আমরা অভিযান চালাব।
এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাইরে থাকা এবং দোকানপাট খোলা রাখার অপরাধে মৌলভীবাজারে ১৬৫ জনকে ৭০ হাজার ২৫০ টাকা জরিমানা ও ৩৫ জনকে আটক করা হয়েছে।
আব্দুল আজিজ/এসআর/জিকেএস