করোনা আক্রান্ত ও মুমূর্ষুদের জন্য ছাত্রলীগের ফ্রি অ্যাম্বুলেন্স 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৫ জুলাই ২০২১

কক্সবাজারে কোভিড-১৯ আক্রান্ত এবং যেকোনো মুমূর্ষু রোগীর জন্য ‘হ্যালো ছাত্রলীগ’ নামে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে জেলা ছাত্রলীগ। রোববার (৪ জুলাই) বিকেলে এ সেবার উদ্বোধন করেন জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনান।

কক্সবাজার জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে এ সেবা উদ্বোধনকালে সংগঠনটির সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, এ সেবায় গরিব রোগীরা অগ্রাধিকার পাবেন। কক্সবাজারে এখনও তেমন একটা সংক্রমণ হয়নি। কিন্তু আমাদের অসাবধানতায় অনেক বড় ক্ষতি হতে পারে। ফলে ভোগান্তিতে পড়বে কিন্তু দরিদ্র জনগোষ্ঠী। আমরা জেলা ছাত্রলীগ অতীতের মতো মানুষের পাশে দাঁড়িয়েছি।

সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি বলেন, করোনা থেকে নিজে নিরাপদে থাকুন, পরিবার পরিজনকে নিরাপদে রাখুন।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ সাংবাদিকদের বলেন, জাতির প্রয়োজনে ছাত্রলীগ বরাবরই জনগণের পাশে ছিল। এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। করোনার এ মহামারিতে গরিব মানুষ যেন অ্যাম্বুলেন্স সমস্যায় না পড়েন সে চিন্তা থেকে আমরা ফ্রিতে এ সেবা চালু করেছি। জেলার যেকোনো স্থান থেকে রোগীর পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সেবা দেয়া হবে।

যতদিন লকডাউন থাকবে ততদিন ছাত্রলীগের পক্ষ থেকে এ সেবা চালু থাকবে জানিয়ে মারুফ আরও বলেন, শুধু কোভিড রোগী নয়, চাইলে মুমূর্ষু নন-কোভিড রোগীরাও আমাদের সেবা নিতে পারবেন। এক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না। তবে প্রমাণপত্র দেখাতে হবে।

এ সেবা উদ্বোধনের সময় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি বোরহান উদ্দিন খোকন ও কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী তামজিদ পাশাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হ্যালো ছাত্রলীগ সার্ভিস পেতে হলে, ০১৮৮৩৩৬৯৭৯৬, ০১৮৫৪৯৩০৬৫৬,০১৮১৬২৬৬০০৩ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানাতে হবে।

ছাত্রলীগের এমন মহৎ উদ্যোগ সাধুবাদযোগ্য উল্লেখ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসীগ্রাম পত্রিকার সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, ইতিহাস সাক্ষী- স্বাধীনতা পূর্ববর্তী সময় হতে জাতির সবরকম ক্রান্তিলগ্নে ছাত্রলীগই সর্বপ্রথম এগিয়ে এসেছে। 'হ্যালো ছাত্রলীগ' পরিষেবা তারই ধারাবাহিকতা। কক্সবাজারের সার্বিক কল্যাণে ছাত্রলীগের এ কর্মধারা অব্যাহত থাকুক এ কামনাই করছি। ছাত্রলীগের যেকোনো ভালো কাজে রেড ক্রিসেন্ট সোসাইটি পাশে থাকবে।

সায়ীদ আলমগীর/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।