নোয়াখালীতে ১ লাখ ছাড়াল করোনা পরীক্ষা, শনাক্ত ১১ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:১২ এএম, ০৫ জুলাই ২০২১
ফাইল ছবি

নোয়াখালীতে এক লাখ ছাড়াল করোনা পরীক্ষা। এতে আক্রান্তের হার ১১ দশমিক ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫১১টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার ৩০ দশমিক ৯২ শতাংশ।

রোববার (৪ জুলাই) রাতে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় এ তথ্য প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, জেলায় এ পর্যন্ত মোট এক লাখ তিন জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে পজিটিভ ১১ হাজার ৭০২ জন ও নেগেটিভ ৮৮ হাজার ৩০১ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা সাত হাজার ৫৭০ জন ও আইসোলেশনে আছেন তিন হাজার ৯৮৭ জন। এরমধ্যে, কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৪৫ জন ও আইসোলেশনে আছেন ১৭ জন।

জেলায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সুবর্ণচর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। মৃত্যুর হার এক দশমিক ২৪ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে- নোয়াখালী সদরের ৫৭ জন, সুবর্ণচরের আটজন, বেগমগঞ্জের ২১ জন, সোনাইমুড়ির ১২ জন, চাটখিলের ১২ জন, সেনবাগের ১৪ জন, কোম্পানীগঞ্জের ২০ জন ও কবিরহাটের ১৪ জন শনাক্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে বলেন, ‘জেলায় করোনা সংক্রমণ দিন দিন আশঙ্কাজনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এজন্য আমাদের সবাইকে সচেতন হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই।’

জেলায় দিন দিন আশঙ্কাজনকহারে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।