টাঙ্গাইলে করোনা-উপসর্গে ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৬ জুলাই ২০২১
ফাইল ছবি

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৩ জন।

মঙ্গলবার (৬ জুলাই) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত তিনজন আর উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনায় আরো দুইজন করোনায় মারা গেছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে তিনি অবগত হয়েছেন বলে জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৫৭.৯২ শতাংশে। এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২২৩, মির্জাপুরে ৪২, কালিহাতীতে ৩১, মধুপুরে ২৬, ঘাটাইলে ২৩, দেলদুয়ারে ২১, ভূয়াপুরে ১৩, সখিপুরে ১০, গোপালপুরে ৯, বাসাইলে ৬, ধনবাড়িতে ৫, নাগরপুরে ৪ জন।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।