লক্ষ্মীপুরে করোনায় মৃতদের দাফন ও অক্সিজেন সেবা দেবে যুবলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৬ জুলাই ২০২১

লক্ষ্মীপুরে করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা ও মৃত ব্যক্তির মরদেহ দাফনের উদ্যোগ নিয়েছে যুবলীগ।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে শহরের তমিজ মার্কেট এলাকার নিজস্ব কার্যালয়ে জেলা যুবলীগ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়।

এ সময় জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবলীগ নেতা জাকির হোসেন, তফসির আহমেদ ও মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা যুবলীগ গত তিনদিন ধরে দুই বেলা পথশিশু ও অসহায় শ্রমিকদের রান্না করা খাবার বিতরণ করছে। এ পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমজীবীকে দলীয় কার্যালয়ে বসিয়ে দুপুর ও রাতের খাবার খাওয়ানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, করোনার শুরু থেকে জেলা যুবলীগের উদ্যোগে সালাহ উদ্দিন টিপু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মাইক হাতে বাজারে বাজারে গিয়ে করোনা সচেতনতামূলক বক্তব্য ও মাস্ক বিতরণ করেছেন। গত বুধবার মাইক হাতে তাকে শহরের চকবাজারসহ মার্কেটগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী তথ্য উপস্থাপনও করতে দেখা গেছে।

এবার করোনায় আক্রান্তদের জরুরী অক্সিজেন সেবার উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্ত রোগীদের সেবা দিতে ৪টি অক্সিজেন সিলিন্ডারসহ যুবলীগের টিম সব সময় প্রস্তুত থাকবে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন কাজের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আক্রান্তদের অক্সিজেন সেবা ও মৃতদের দাফনে যুবলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। নেতাকর্মীদের দিয়ে টিম গঠন করা হয়েছে। খবর পেলেই অক্সিজেন সেবা দিতে যাবেন টিমের লোকজন।

কাজল কায়েস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।