টাঙ্গাইল হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলা দিল বিপিসিএল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:২৫ এএম, ০৭ জুলাই ২০২১

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চারটি হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়েছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। মঙ্গলবার (৬ জুন) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নিকট এসব হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার বিভিন্ন গণমাধ্যমে ‘হাই ফ্লো নাজাল ক্যানুলার অভাব, টাঙ্গাইল হাসপাতালে ১১ জনের মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বিসিপিসিএল চেয়ারম্যান ড. আহমদ কায়কাউসের নজরে আসে। তিনি বিসিপিএলের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলমকে হাই ফ্লো নাজাল ক্যানুলা দেয়ার নির্দেশ দেন।

জেলা প্রশাসকের কক্ষে হাই ফ্লো নাজাল ক্যানুলা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আবুল ফজল, মো. সাহাব উদ্দিন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিসিপিসিএলের ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট শাকিল মাহমুদ প্রমুখ।

আরিফ উর রহমান টগর/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।