নরসিংদীতে হত্যা মামলার আরও ৫ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৭ জুলাই ২০২১

নরসিংদীতে ইসলাম মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল, ৩১০ পিস ইয়াবা ও তিনটি চাপাতি জব্দ করা হয়।

বুধবার (৭ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন, নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লার মৃত হারিছ মিয়ার ছেলে সুমন ওরফে শুটার সুমন (২২), বকুলতলা এলাকার আবু কালামের ছেলে দেলোয়ার (২৫), চৈতালপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (২১), সাটিরপাড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) ও শিবপুর থানার বাড়ৈগাঁও এলাকার মৃত হাছেন আলীর ছেলে ইব্রাহিম (৩০)।

সংবাদ সম্মেলনে ইনামুল হক সাগর জানান, পূর্ব শত্রুতার জেরে গত ১ জুলাই সন্ধ্যায় শহরের হোসেন বাজার এলাকায় ইসলাম মিয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেন সন্ত্রাসীরা। এ ঘটনায় রাতেই ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে মামলা করেন নিহতের মেয়ে ইয়াসমিন বেগম।

মামলার পর ওইদিনই চার আসামিকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়। তাদের দেয়া তথ্যমতে, মঙ্গলবার (৬ জুলাই) আসামি সুমন ওরফে শুটার সুমনকে গ্রেফতার করা হয়। পরে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় আসামি দেলোয়ার হোসেনকে (৩৫) ও তার কাছ থেকে তিনটি চাপাতি জব্দ করা হয়।

এছাড়া বুধবার ভোরে শিবপুর থানার বাড়ৈগাঁও এলাকা থেকে হত্যার ঘটনায় জড়িত অপর তিন আসামি সনেট, রাকিব ও ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল ও ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সঞ্জিত সাহা/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।