গাজীপুরে এক ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার
গাজীপুরে এক ঘণ্টার মধ্যে অপহৃত শিশু উদ্ধার ও বিথী আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ জুলাই) দুপুরে গাজীপুর মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের চান্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মালেক খসরু খান বলেন, দুপুরে বাসন থানার চান্দপাড়া এলাকা থেকে ১০ দিন বয়সী শিশু ইশতিয়াক হাসান সোহানকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন মা ফারজানা চৌধুরী। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া বিথী আক্তার কৌশলে ঘুমন্ত শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে ভোগড়া নাভানা মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে অপহরণকারী বিথী আক্তারকে গ্রেফতার করা হয়। পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে শিশুর বাবা মেহদী হাসান বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস