যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৮ জুলাই ২০২১

যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রস্পেক্ট পার্ক সিটি হলের সামনে একটি প্রাইভেট কারের চাপায় লিপন আহমেদ (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত লিপন মৌলভীবাজারের কুলাউড়ার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা আমেরিকার প্রবাসী জনাব লনু মিয়া তালুকদারের ছেলে। এছাড়া তিনি নিউজার্সি প্রস্পেক্ট পার্ক স্টেটের কাউন্সিলম্যান মো. আবুল হোসেন সুরমানের ভাগনা।

বৃহস্পতিবার (৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন আমেরিকায় অবস্থানরত তার স্বজন রুমেল মুজাহিদ।

জানা যায়, বৃহস্পতিবার বাইসাইকেলে করে বাজার নিয়ে আসার সময় নিউজার্সি প্রস্পেক্ট পার্ক সিটির সামনে পেছন থেকে একটি প্রাইভেট কার লিপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তার অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আব্দুল আজিজ/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।