নীলফামারীতে নছিমন উল্টে হেলপার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৮ জুলাই ২০২১

নীলফামারীর ডিমলা উপজেলায় নছিমনের চাকায় পিষ্ট হয়ে তিন চাকার বাহনটির হেলপার রুবেল ইসলাম (২০) নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার বালাপাড়া ইউনিয়নে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টায় খড়ি নিয়ে ডাঙ্গারহাট থেকে রংপুরে যাওয়ার পথে খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে থাকা স্পিড ব্রেকার দেখতে না পেয়ে দ্রুতগতির নছিমনটি উল্টে যায়। এ সময় রুবেল চাকার নিচে চাপা পড়েন। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে। নছিমনটিতে তিনজন আরোহী ছিল।

দুর্ঘটনার পর বাহনটির চালক এবং অন্য আরোহী পালিয়ে যায়। খবর পেয়ে ডিমলা থানার পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

ডিমলা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাকার নিচে চাপা পড়া অবস্থায় রুবেলের লাশ উদ্ধার করা হয়।

জাহেদুল ইসলাম/এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।