টিকা নেয়ার পরও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি এমিলি
টিকা নেয়ার পরও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন এমপি এমিলির ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান টিটু।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করতে গত ৪ জুলাই লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় প্রতিটি ইউনিয়নে গিয়েছিলেন এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি। পরে ঢাকায় ফিরে এসে তার করোনা উপসর্গ দেখা দিলে মঙ্গলবার (৬ জুলাই) জাতীয় সংসদ মেডিকেল সেন্টারে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। পরদিন বিকেল রিপোর্ট পজিটিভ আসে।
মাহবুবুর রহমান আরও বলেন, বর্তমানে এমপি এমিলি বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন। তিনি সুস্থতার জন্য সর্বস্তরের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত বছরের ডিসেম্বরের ১ তারিখ প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন এমিলি। ওই সময় সুস্থ হওয়ার পর চলতি বছর টিকাদান কার্যক্রম শুরু হলে গত ৭ ফেব্রুয়ারি তিনি করোনা টিকা নেন।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস