গাজীপুরে করোনা আক্রান্তদের ফ্রি অক্সিজেনসেবা দেবে যুবলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৮ জুলাই ২০২১

গাজীপুরে করোনা আক্রান্তদের জরুরি অক্সিজেনসেবা দেবে মহানগর যুবলীগ। এ সেবার জন্য প্রাথমিকভাবে শতাধিক অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে। হট লাইনে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে একজন প্রশিক্ষিত নার্সসহ মহানগর যুবলীগের ৫০ স্বেচ্ছাসেবক ছুটে যাবেন করোনা আক্রান্ত রোগীর বাসায়।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, আব্দুল হালিম মণ্ডল, আলমাস খান, নাহিদ মোড়ল, পাপেল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।