কুমিল্লায় ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০৯ জুলাই ২০২১
ফাইল ছবি

কুমিল্লায় কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে।আক্রান্ত হয়েছেন আরও ৩৭৫ জন।

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯০৩ জনের করোনা পরীক্ষা করে ৩৭৫ জন পজিটিভ হন।এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৭৫৮ জনে।

আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৬৯, আদর্শ সদর উপজেলার ৩৬, সদর দক্ষিণে দুই, বুড়িচংয়ে ২২, ব্রাহ্মণপাড়ায় আট, চান্দিনায় ১৯, চৌদ্দগ্রামে ৯, দেবিদ্বারে ৯, দাউদকান্দিতে ২১, লাকসামের ১৩, লালমাইর ১৩, নাঙ্গলকোটে দুই, বরুড়ায় ১২, মনোহরগঞ্জের ছয়, মুরাদনগরের ৩১, তিতাসে পাঁচজন এবং হোমনায় দুইজন রয়েছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।