ফরিদপুরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১০ জুলাই ২০২১

ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১০ জন এবং বাকি নয়জন উপসর্গ নিয়ে মারা যান। জেলায় এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ফরিদপুরের ১০ জন রয়েছেন। বাকিরা পার্শ্ববর্তী জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন।

ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তানসিভ জুবায়ের জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের করোনা পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৮০ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে ফরিদপুর জেলারই ১৬৮ জন। শনাক্তের হার ৪৭ দশমিক ১৯ ভাগ। এরমধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১৩০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

ফরিদপুরের কোভিড ডেডিকেটেড হাসপাতালে শনিবার পর্যন্ত ভর্তি আছেন ৩৭৫ জন রোগী। এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৫৬জন।

এন কে বি নয়ন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।