পঞ্চম ধাপে মডার্নার ১৩ হাজার ডোজ ভ্যাকসিন পেল কুমিল্লা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:০২ পিএম, ১১ জুলাই ২০২১

পঞ্চম ধাপে কুমিল্লায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ ভ্যাকসিন গ্রহণ করেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি ১৩ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন গ্রহণ করি আমরা। আনুষ্ঠানিকতা সেরে ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড স্টোরেজে রাখা হয়েছে।’

jagonews24

সিভিল সার্জন আরও বলেন, ‘আশা করছি আগামী ১৩ জুলাইয়ের মধ্যে এ টিকাদান কর্মসূচি কুমিল্লা সিটি করপোরেশন ও সদর উপজেলায় শুরু হবে। টিকা দেয়া হবে কুমিল্লা মেডিকেল কলেজ ও কুমিল্লা সদর হাসপাতাল কেন্দ্রে। যারা পূর্বে রেজিস্ট্রেশন করেছেন কেবল তারাই গ্রহণ করতে পাবেন এ ভ্যাকসিন।’

উল্লেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি প্রথম ধাপে কুমিল্লা জেলায় করোনাভাইরাসের ২ লাখ ৮৮ হাজার এবং দ্বিতীয় ধাপে ১ লাখ ৪১ হাজার, ১৬ জুন তৃতীয় ধাপে ৩৩ হাজার ৬০০ ও ৯ জুলাই চতুর্থ ধাপে ৭৮ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছিল। সব মিলিয়ে এ পর্যন্ত কুমিল্লায় ৫ লাখ ৪১ হাজার পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।