শায়েস্তাগঞ্জে পশুর হাটে উপচেপড়া ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১১ জুলাই ২০২১

করোনা সংক্রমণ বিস্তার রোধে সারাদেশে কঠোর বিধিনিষেধ চলছে। এ বিধিনিষেধ উপেক্ষা করেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বসেছিল সাপ্তাহিক পশুর হাট। এতে কয়েক হাজার লোকের সমাগম ঘটে।

শনিবার (১০ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই পৌর পশুর হাটে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। এ সময় বিন্দুমাত্রও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। ছিল না কোনো সামাজিক দূরত্ব। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখেই ছিল না মাস্ক।
গাদাগাদি করে দাঁড়িয়ে ছিলেন লোকজন।

jagonews24

জেলার মধ্যে করোনা আক্রান্তের তালিকায় এখন পর্যন্ত শায়েস্তাগঞ্জের অবস্থান সব থেকে নিচে।
পশুর হাটে এভাবে জনসমাগম হলে ব্যাপক ভাবে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন সচেতন মহল।

আব্দুস সালাম নামে এক গরু বিক্রেতা বলেন, ‘মুখে মাস্ক পরলে শ্বাস কষ্ট হয়। তাই মাস্ক পরি নাই। তবে পকেটে রাখছি যদি পুলিশে ধরে দেখাইতে পারমু। আর আমরা গরিব মানুষ আমাদের করোনায় ধরবে না।’

jagonews24

শায়েস্তাগঞ্জ পৌর পশুর হাটের ইজারাদার মোশাহিদ তালুকদার বলেন, ‘আমি সর্বাত্মক চেষ্টা করেছি স্বাস্থ্যবিধি মেনে চলতে। মাস্কবিহীন কোনো ক্রেতা-বিক্রেতাকে হাটে প্রবেশ করতে দেয়া হয়নি। অগোচরে কেউ প্রবেশ করলে তাকে মাস্ক দিয়েছি।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশুর হাট বসাতে ইজারাদারকে বলা হয়েছে। মাস্ক ও সামাজিক দূরত্ব রেখে বেচাকেনা করতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিধিনিষেধ কার্যকরে প্রশাসন মাঠে আছে।’

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।