কুমিল্লায় করোনায় প্রাণ গেল ১০ জনের, নতুন শনাক্ত ৪৫১
কুমিল্লায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৪৫১ জনের দেহে নতুন করে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে।
রোববার (১১ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকার তিনজন, বরুড়ায় দুইজন, চৌদ্দগ্রামে দুইজন করে এবং বুড়িচং, দেবিদ্বার ও লাকসাম উপজেলায় একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৫১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭হাজার ৫৫৯ জনে। আক্রান্তের হার ৪১ দশমিক ৭ শতাংশ। এদের মধ্যে ১৭১ জনই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার। বাকি ২৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রেজাউল করিম জাগো নিউজকে বলেন, প্রতিনিয়ত হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। শয্যা সঙ্কট দেখা দিয়েছে করোনা আক্রান্ত রোগীদের।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম