নাটোরে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু
নাটোরে করোনা ও করোনা উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলা সদর হাসপাতালে চারজন ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে।
রোববার (১১ জুলাই) দুই হাসপাতাল থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামিম ইয়াজদানী বলেন, মৃত ছয়জনের মধ্যে করোনায় একজন ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নাটোরে সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নাটোর সদর হাসপাতালে বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া গ্রামের আজগর আলীর স্ত্রী সাফিয়া (৫৫), বাগাতিাড়া উপজেলার দয়ারামপুর এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী সাবিয়া (৪৫), নাটোর সদর উপজেলার একডালা এলাকার মন্তাজ আলীর ছেলে ফারুক ও নাটোর শহরের পটুয়াপাড়া মহল্লার আকবর হোসেনের ছেলে মনিরুল ইসরাম (৪৮) করোনা ইউনিটে মারা যান।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এ নিয়ে জেলায় মোট পাঁচ হাজার ২৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ২৬২ জন। মৃত্যু হয়েছে ৭৪ জনের।
রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম