নেত্রকোনায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১১ জুলাই ২০২১

নেত্রকোনায় ভিমরুলের কামড়ে আবিদ হোসেন (১০) নামের এক শিশুর মৃত্য হয়েছে। দীর্ঘ ২২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার (১১ জুলাই) দুপুর ১টার দিকে কেন্দুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আবিদ কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (১০ জুলাই) দুপুর ৩টার দিকে আবিদ খেলা করতে গিয়ে প্রতিবেশী জব্বার মিয়ার পুকুরপাড়ে ভিমরুলের চাকে হাত দিলে ভিমরুলের ঝাঁক তাকে কামড় দেয়। এতে সে আহত হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে আবিদের মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পিয়াস পাল বলেন, ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

এইচ এম কামাল/এসএমএম/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।