পুকুরের জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলে পুকুরের জমি দখলকে কেন্দ্র করে ফয়সল মিয়া (২৭) নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে আরেক প্রবাসী।
রোববার (১১ জুলাই) বিকেলে উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সল মিয়া মীরেরপাড়া গ্রামের ময়না মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মীরেরপাড়া গ্রামের ময়না মিয়া এবং খুর্শেদ মিয়ার মধ্যে বাড়ির পুকুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সার্ভেয়ারের মাধ্যমে পুকুরটি মাপজোক চলছিল। এ সময় সীমানার পিলার নিয়ে উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে খুর্শেদ মিয়ার ছেলে কাতার প্রবাসী মোতাহির মিয়া ধারালো অস্ত্র দিয়ে ফয়সল মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সলকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আলমগীর কবীর বলেন, ‘পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এএসএম