সরকারি টাকায় অবৈধ স্থাপনা নির্মাণ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১২ জুলাই ২০২১

সরকারি টাকায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালেক মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১১ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান ছালেক মিয়া ইউনিয়ন পরিষদের নামে অধিগ্রহণকৃত ভূমিতে কামারপট্টি টিনশেড প্রকল্পের মাধ্যমে সরকারি টাকা ব্যয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার জেলা প্রশাসক তার বিরুদ্ধে স্থানীয় সরকার আইনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

এর প্রেক্ষিতে চেয়ারম্যান ছালেক মিয়ার এ অপরাধমূলক কর্মকাণ্ড জনস্বার্থ পরিপন্থী ও বিরোধী কাজ হিসেবে গণ্য করে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শাতে বলা হয়েছে।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, এ ধরনের কোনো চিঠি এখনো আমাদের কাছে পৌঁছায়নি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আব্দুল আজিজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।