মেঘনায় গোসলে গিয়ে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১২ জুলাই ২০২১

মেঘনা নদীতে গোসলে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে নরসিংদীর সদর উপজেলার কাজিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে তাবাসসুম আক্তার (৭) ও একই গ্রামের তোফাজ্জল শিকদারের মেয়ে শিউলি আক্তার (৮)। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয় আলোকবালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, বিকেলে তাবাসসুম ও শিউলি বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। এসময় তাবাসসুম নদীতে তলিয়ে যায়। পরে তাকে খুঁজতে গিয়ে শিউলিও নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।