মৌলভীবাজারে ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৫ জুলাই ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের তিলকপুর পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সাপটি উদ্ধার করা হয়। পরে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলেও ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বন্যপ্রাণী বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বন বিভাগ ও একটি স্বেচ্ছাসেবী দলের সহযোগিতায় ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়। সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে এবং ডিমগুলোকে বন্যপ্রাণী রেসকিউ সেন্টারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ডিমগুলোকে ফুটিয়ে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

আব্দুল আজিজ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।