সাতক্ষীরায় হঠাৎ ঘূর্ণিঝড়ে কয়েকটি বসতবাড়ি লন্ডভন্ড
হঠাৎ ঘূর্ণিঝড়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কয়েকটি এলাকায় বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঝড় আঘাত হানে।

উপজেলার সুবর্ণাবাদ গ্রামের স্থানীয় বাসিন্দা হযরত আলী জানান, বিকেলে হঠাৎ প্রচণ্ড বাতাসের সৃষ্টি হয়। এতে চোখের পলকে উড়ে যায় বসতবাড়ি, মুরগির খামারসহ পাকা ঘরের ছাউনি। ভেঙে পড়েছে কয়েকটি মাটির কাঁচাঘর। বৈদ্যুতিক তার ছিঁড়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনো বন্ধ রয়েছে।
আকস্মিক এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার জানান, বিকেলে হঠাৎ ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে বলে খবর পেয়েছি। স্থানীয় চেয়ারম্যানদের ওই এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
আহসানুর রহমান রাজীব/এসআর/জিকেএস