ছাগলে বেগুন গাছ খাওয়াকে কেন্দ্র করে যুবকের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৬ জুলাই ২০২১
ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরের পোয়ালগাছা গ্রামে ছাগলে বেগুন গাছ খাওয়াকে কেন্দ্র করে যুবকের ঘুষিতে রমজান আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বেগুন ক্ষেতেই এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রমজান আলী উপজেলার গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা বড়পাড়া গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।

অভিযুক্ত ব্যক্তির নাম শিবলু মিয়া (২৫)। তিনি পোয়ালগাছা ভাদাই পাড়ার সাজ্জাদ হোসেনের ছেলে।

নিহতের ছেলে মাসুদ রানা জানান, শুক্রবার দুপুরে তিনি ও তার বাবা রমজান আলী তাদের বেগুন ক্ষেত থেকে বেগুন তুলছিলেন। ওই সময় ক্ষেতের পাশে ছাগল চরাচ্ছিলেন শিবলু মিয়ার মা। এক পর্যায়ে ছাগল বেগুন ক্ষেতে ঢুকে বেগুন গাছ খেয়ে ফেলে। এটি দেখে ক্ষেতের পাশে ছাগল চরাতে নিষেধ করেন রমজান আলী। এতে শিবলুর মা ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে খবর দেন। পরে শিপলু এসে রমজান আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

এক পর্যায়ে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।