প্রধানমন্ত্রীর উপহারের ঘরে দুর্নীতি বরদাশত করা হবে না : পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৬ জুলাই ২০২১

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘মুজিববর্ষে সরকার গৃহহীনদের ঘর করে দিচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে সরকার যে উদ্যোগ নিয়েছে, যা বিগত কোনো সরকার নিতে পারেনি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আমরা কাজ করছি। অসহায় মানুষের বরাদ্দে কোনো অনিয়ম হয়নি। প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি সরকার বরদাশত করা হবে না।’

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

jagonews24

তিনি আরও বলেন, ‘হাটে হাটে রাপিড এন্টিজেন টেস্ট করা হবে। তাছাড়া অনলাইনে গরুর হাটের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে গরুর হাটে জীবাণুনাশক বুথ স্থাপন করা হবে। মাস্ক পড়ার জন্য সবার সচেতন হতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এক লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। এবার কোরবানি ঈদ উপলক্ষে ২ লাখ মাস্ক বিতরণ করা হবে।’

jagonews24

পরে প্রতিমন্ত্রী সিংড়া পৌরসভা এলাকার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করেন। এছাড়া ১২ ইউনিয়ন ও পৌরসভায় ৪০টি করোনা বুথ স্থাপন উদ্বোধন করেন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গণমাধ্যমকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।