করোনাভাইরাস : সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৭ জুলাই ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) দুপুরে জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে ১৭৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৩৩ জনের করোনা পজিটিভ হন। শনাক্তের হার ১৮ দশমিক ৮৬ শতাংশ।

সিভিল সার্জন বলেন, জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৮২৫ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৫৩৭ জন। জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৫৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।