শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে আহত মেছোবাঘ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।
শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার নাথ বাড়ির পাশের ক্ষেত থেকে এটিকে উদ্ধার করা হয়।
পরে স্থানীয় লোকজন বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে ফোন দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব দ্রুত সেখান থেকে আহত বাঘটিকে উদ্ধার করেন।
বন্যপ্রাণিসেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, স্থানীয়রা ফোন দিলে সেখান থেকে আহত মেছোবাঘটিকে উদ্ধার করা হয়। পরে এটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাঘটি মারাত্মক আঘাতপ্রাপ্ত। বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। বাঘটির কোমরে কেউ লাঠি দিয়ে আঘাত করেছে বা সড়ক দুর্ঘটনাও আহত হতে পারে।
মৌলভীবাজার সহকারী বনসংরক্ষণ কর্মকর্তা শ্যামল কুমার মিত্র জাগো নিউজকে বলেন, মেছোবাঘটি উদ্ধারের পর কমলগঞ্জের জাংকিছড়ায় রেসকিউ সেন্টারে (Rescue Center) চিকিৎসা দেয়া হচ্ছে।
আব্দুল আজিজ/এসএমএম/জিকেএস