মাস্ক পরলে ৮০ শতাংশ করোনা প্রতিরোধ সম্ভব : পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৭ জুলাই ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আইসিটি ডিভিশনসহ বিভিন্ন সংস্থা সাড়ে ৩ লাখ মানুষের মধ্যে ১০ সপ্তাহ ধরে এক জরিপ কার্যক্রম চালায়। এ জরিপে দেখা গেছে, সঠিকভাবে মাস্ক পরলে ৭০-৮০ শতাংশ করোনা প্রতিরোধ করা সম্ভব।’

শনিবার (১৭ জুলাই) ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইন ও জেলা করোনা প্রতিরোধ নিয়ে মতবিনিময় সভায় এ তথ্য দেন আইসিটি প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনসহ প্রমুখ।

রেজাউল করিম রেজা/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।