সাতক্ষীরায় বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৭ জুলাই ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে বাসচাপায় নুরালী গাজী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর গ্রামের কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরালী গাজী উপজেলার ঈশ্বরীপুর গ্রামে মৃত আমির চাঁদ গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী আলম সরদার জানান, বৃদ্ধ নুরালী গাজী বাড়ি থেকে বের হয়ে শ্যামনগর বাজারে আসছিলেন। চন্ডিপুর কালভার্টের কাছে পৌঁছলে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। বাসচালককে আটকের চেষ্টা চলছে।’

আহসান রাজীব/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।