৯৯৯-এ খবর পেয়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১৮ জুলাই ২০২১

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে এক ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তিকে উদ্ধারের পর সেবাযত্ন ও চিকিৎসা করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৭ জুলাই) শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের নছরতপুর এলাকায় ওই ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করেন স্থানীয় এক ব্যক্তি।

পরে ৯৯৯ থেকে বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। এরপর দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন উপ-পরিদর্শক (এসআই) সনজিত। কেবল উদ্ধারই নয়, নিজ হাতে তার নখও কেটে দেন। পরে নরসুন্দর ডেকে চুল কাটিয়ে সাবান দিয়ে গোসল করান। এরপর নতুন পাঞ্জাবি-পায়জামা পরিয়ে ওই বৃদ্ধের খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এসআই সনজিত চন্দ্র নাথের এমন কাজের ব্যাপক প্রশংসা করেছেন।

এ বিষয়ে উপজেলা নুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য তানভীর হোসেন শফিক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের এমন মানবিক কাজ সত্যিই মহৎ। এসআই সনজিতের এমন কাজ নিজ চোখে দেখে খুব ভাল লেগেছে। তাকে দেখে পুলিশের অন্যান্য সদস্যরা এমন মানবিক কাজে উৎসাহিত হবেন।’

এসআই সনজিত চন্দ্র নাথ বলেন, ‘৯৯৯ ফোন পেয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে গোসল করিয়ে নতুন জামা-কাপড় পরাই। এরপরে ওনার নখ কেটে দেই। সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘৯৯৯ থেকে খবর পেয়ে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধকে উদ্ধার করে তার সেবা-যত্ন করা হয়েছে। এরই সঙ্গে নতুন পায়জামা-পাঞ্জাবিও দেয়া হয়েছে। পুলিশ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত।’

কামরুজ্জামান আল রিয়াদ/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।