সুনামগঞ্জে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

লিপসন আহমেদ লিপসন আহমেদ , সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৮ জুলাই ২০২১

করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল আলম মারা গেছেন।

শনিবার (১৭ জুলাই) রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অ্যাডভোকেট শফিকুল আলমের ছেলে শাহরিয়ার আলম রাহি ফেসবুকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২ জুলাই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ করোনায় আক্রান্ত হন তিনি।

অ্যাডভোকেট শফিকুল আলমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। তিনি সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি ছিলেন। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

লিপসন আহমেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।