করোনা : চুয়াডাঙ্গায় আরও ৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৮ জুলাই ২০২১
ফাইল ছবি

অডিও শুনুন

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪২২টি নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসাবে শনাক্তের হার ২৯ দশমিক ৮৫ শতাংশ।

রোববার (১৮ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনায় মৃতদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চারজন, বাড়িতে একজন এবং একজন জেলার বাইরে মারা গেছেন। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় মোট ১৫৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে জেলায় ১৪২ জন এবং জেলার বাইরে ১৭ জন।

এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৫৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ২১ জন, দামুড়হুদা উপজেলায় ২৩ জন এবং জীবননগর উপজেলায় ২৪ জন।

বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন দুই হাজার ১০০ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন এক হাজার ৯৭২ জন এবং হাসপাতালে আছেন ১২৮ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৩৫ জনে। এদিন সুস্থ হয়েছেন ১৩২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন তিন হাজার ৭৬ জন।

সালাউদ্দীন কাজল/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।