৩০ মণ ‘সম্রাট’র দাম ১২ লাখ, ২৫ মণের ‘যুবরাজ’ ৮ লাখ
কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছরই দেশের বড় বড় খামারগুলো তৈরি করে আসছে ছোট-বড় আকারের নানান জাতের গরু। শুধু বড় খামার নয়, দেশের বিভিন্ন জায়গায় পারিবারিকভাবে ছোট খামারেও প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করা হয়। প্রতিবছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম।
এবার নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বানুরভাগ গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে সিরাজুল মজিদ দুটি বিশাল আকৃতির গরু প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছেন। গরু দুটির নাম দিয়েছেন সম্রাট ও যুবরাজ।
প্রচলিত পদ্ধতির পরিমাপে গরু দুটির বর্তমান ওজন ৩০ মণ ও ২৫ মণ। সম্রাটের বয়স তিনবছর সাত মাস ও যুবরাজের বয়স তিনবছর পাঁচ মাস। এরইমধ্যে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন গুরুগুলো দেখতে।

গরু দুটির মালিক সিরাজুল বলেন, ‘ফ্রিজিয়ান জাতের এই গরু দুটি স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছি। প্রতিদিন খৈল, ভুসি, কাঁচা ঘাস খাওয়ানো হয়।’
তিনি আরও বলেন, ‘সম্রাট ও যুবরাজকে অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করেছি। সাদা রঙের সম্রাটের জন্য ১২ লাখ টাকা ও কালো রঙের যুবরাজের জন্য ৮ লাখ টাকা দাম চেয়েছি। এ ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে।’
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন, সম্রাট ও যুবরাজ উপজেলার সবচেয়ে বড় গরু। উপজেলা প্রাণি সম্পদ দফতর থেকে খামারিকে সবসময় সহযোগিতা করা হয়েছে এবং গরু দুটিকে প্রাকৃতিক ভাবে লালন-পালন করা হয়েছে।
রেজাউল করিম রেজা/এসজে/এমএস