পাটুরিয়াঘাট দিয়ে নির্বিঘ্নে নদী পার হচ্ছেন ঘরমুখো মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৯ জুলাই ২০২১

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছাড়ছে মানুষ। এতে পাটুরিয়া ঘাটে বাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ।

লঞ্চ ও ফেরিতে ভিড় থাকলেও বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে নদী পার হচ্ছেন ঘরমুখো মানুষ। তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি।

jagonews24

সোমবার (১৯ জুলাই) সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।

jagonews24

ঘাটে ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংখ্যা বেশি। এ গাড়িগুলোকে ঘাটের চৌরাস্তা থেকে (আরসিএল মোড়) বামে বাইপাস সড়ক দিয়ে ৫ নম্বর ঘাটে পাঠানো হচ্ছে। মাঝে মধ্যে ছোট গাড়ির দীর্ঘসারি কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে।

jagonews24

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ঈদে ঘরমুখো মানুষের পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে। যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ থাকলেও পারাপারে কোনো ধরনের দুর্ভোগ বা ভোগান্তি নেই।

বি.এম খোরশেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।