নেত্রকোনায় নানা কর্মসূচিতে হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে কেন্দুয়ার কুতুবপুর গ্রামে লেখকের নিজ হাতে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কালো পতাকা উত্তোলন ও ব্যাজ ধারণ, লেখকের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক শোভাযাত্রা, আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস আহমেদের সঞ্চালনায় কর্মসূচিতে হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বখতিয়ার আহমেদ, স্কুলশিক্ষক তুহিন সরকার, মাহবুব আলম, সমাজসেবক আজহারুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী এহসানুল শিশর, একই শ্রেণির শিক্ষার্থী কাকুলি বিশ্বশর্মা, নবম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদ হক প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় ‘বাংলার নেত্র’ পত্রিকার কার্যালয়ে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসাইনের সঞ্চালনায় সভায় প্রাবন্ধিক ও মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, কবি নাভেদ আফ্রিদী, কবি আনিসুর রহমান, সাংবাদিক জাহিদ হাসান, জেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক একেএম আব্দুল্লাহ, জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি সালাউদ্দিন খান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সম্পাদক পল্লব চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
এইচ এম কামাল/আরএইচ/এএসএম