পটুয়াখালীতে ছাগলের দাম কম, গরুর বেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৯ জুলাই ২০২১

পটুয়াখালীর পশুর হাটগুলোতে গরুর দাম বেড়েছে। তবে কমেছে ছাগলের দাম। এ কারণে গরুর ফড়িয়া কিংবা ব্যাপারীরা খুশি থাকলেও ক্রেতারা অসন্তুষ্ট।

জেলা প্রশাসনের তথ্যমতে, পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় এবার ৮১টি গরুর হাট বসেছে। এসব হাটগুলোতে রয়েছে পর্যাপ্ত গরু-ছাগল। কিছু কিছু হাটে আবার ভেড়া এবং মহিষ বিক্রি হতেও দেখা গেছে। তবে গরুর হাট ঘুরে দেখা যায়, গত সপ্তাহের থেকে এই সপ্তাহে দাম বেড়েছে গরুর।

রোববার বিকেলে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের কাটাখালী গরুর হাট ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে গরুর দাম ৬৫ হাজার টাকা বলা হয়েছিল, গতকাল সেই একই গরু ৭২ হাজার টাকায় বিক্রি হয়েছে। আবার যেই ছাগলের দাম ছিল ১০ হাজার টাকা, সেটা বিক্রি হয়েছে ৭ হাজার টাকায়।

jagonews24

এদিকে পটুয়াখালী শহরের কাছে হেতালিয়া বাঁধ ঘাটের তেলের পাম্প সংলগ্ন গরুর হাট, উপজেলা মাঠের গরুর হাট ঘুরে দেখা যায়, এসব হাট লোকে লোকারণ্য, তবে সে পরিমাণে গরু নেই। এদিন এসব হাটে ৩৫ হাজার থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকা দামের গরু দেখা গেছে। অপরদিকে গ্রামের হাটগুলোতে গরুর দাম কিছুটা কম থাকায় অনেক ফড়িয়ারা গ্রামের হাট থেকে গরু কিনে শহরের হাট এনে কিছুটা বেশি দামে বিক্রি করতে দেখা গেছে। বিশেষ করে শহরের অদূরে কিংবা নদী পাড়ি দিতে হয় এমন দুর্গম এলাকায় গরুর দাম কিছুটা কম। সে কারণে অনেক মৌসুমি গরু ব্যবসায়ীদের আনাগোনা দেখা যায় এসব এলাকায়।

হাট সংশ্লিষ্টরা জানান, সরবরাহের তুলনায় ক্রেতা কম থাকায় দাম পরে গেছে ছাগলের।

আব্দুস সালাম আরিফ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।