সাতক্ষীরায় ৪ গ্রামে পালিত হলো ঈদুল আজহা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:২৮ পিএম, ২০ জুলাই ২০২১

সাতক্ষীরার তিন উপজেলার চার গ্রামে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) ভোরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ শেষে পশু কোরবানি দেন স্থানীয় মুসল্লিরা।

গ্রামগুলো হলো- সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী ও বাউখোলা, তালা উপজেলার ইসলামকাটি, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী। চারটি গ্রামের সাতটি মসজিদে একাধিক জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালীতে ঈদের জামাতে মাওলানা মাহবুবুর রহমানের ইমামতিতে ২০-২৫ জন মুসুল্লি অংশ নেন। সেখানে নামাজে অংশগ্রহণ করেন হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন কমিটি সাতক্ষীরা জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক ডিএম রবিউল ইসলাম।

ঈদ জামাত প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্বের সব মুসলমাদের সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা উচিত। আমরা সেটাই করছি।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন বলেন, ‘ উপজেলার দুই গ্রামে ঈদুল আজহা পালিত হয়েছে শুনেছি।’

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।