ফেনীতে ঈদ উদযাপন করলেন দুই শতাধিক মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২০ জুলাই ২০২১

ফেনীতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের দুই শতাধিক অনুসারী পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের সুলতানপুর এলাকায় নামাজ শেষে পশু জবাইয়ের মধ্যদিয়ে দিনটি পালন করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও পূর্ব সুলতানপুর শাহ আমান উল্লাহ দরবার শরীফ প্রাঙ্গণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা নামাজের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত অনুসারীরা। ঘোষণা অনুযায়ী ফেনী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিতে জড়ো হন। মাওলানা মোহাম্মদ গোলাম নবীর ইমামতিতে এতে প্রায় দুই শতাধিক ব্যক্তি নামাজে অংশ নেন।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু বলেন, ‘ঠিক কত বছর আগে থেকে এখানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন শুরু হয় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা ছোট বেলা থেকেই এ নিয়ম দেখে আসছি। করোনা পরিস্থিতির কারণে আজ মুসল্লির সংখ্যা কম ছিল।’

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।