চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২০ জুলাই ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কার্পাসডাঙ্গা গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই গ্রামের শুকুর আলীর ছেলে এবং কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সিয়াম নিজ ঘরে অসাবধানতাবশত ডিস লাইনের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সিয়ামের মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক শিশুর মৃত্যুর ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সালাউদ্দীন কাজল/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।