করোনা আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:১১ পিএম, ২০ জুলাই ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। মঙ্গলবার অ্যান্টিজেন পরীক্ষায় তার ‌‘পজিটিভ’ রিপোর্ট এসেছে।

মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘গত ১৪ দিন আগে থেকে স্যারের (জেলা প্রশাসক) স্ত্রী-সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। ১৪ দিন অতিবাহিত হওয়ায় আজ মঙ্গলবার স্যারসহ তারা অ্যান্টিজেন পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে ম্যাডাম ও উনার ছেলের ‘নেগেটিভ’ ফলাফল আসে তবে স্যারের ‘পজিটিভ’ এসেছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন।’

এদিকে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৩৬ জন।

আবুল হাসনাত মো. রাফি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।