করোনা : বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণহানি
বগুড়ায় তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।
বুধবার (২১ জুলাই) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- গাবতলীর আব্দুস সালাম (৪৩), শেরপুরের ফারহানা (৩৬), সদরের মতিয়ার (৬৫), কাহালুর খলিলুর রহমান (৭৩) ও মর্জিনা (৭৩), সদরের হেলাল (৪৮) এবং শাজাহানপুরের মমিন (৪০)। এদের মধ্যে সালাম, ফারহানা ও মতিয়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, খলিলুর মোহাম্মদ আলী হাসপাতালে এবং বাকি তিনজন টিএমএসএস হাসপাতালে মারা যান। এছাড়া উপসর্গে ওই তিন হাসপাতালে আটজন মারা যান।
২০ জুলাই ঢাকায় পাঠানো ৫২টি নমুনায় চারজনের ও বগুড়া শজিমেকের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৭৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪১টি নমুনায় ১৪ জনের করোনা পজিটিভ এসেছে।
এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ৫২৩ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ১১৪ জন।
এসজে/এমএস