ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৬ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৮ নমুনা পরীক্ষা করে ২৭ জন করোনা পজিটিভ হয়েছেন। একই সময়ে জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই সদর উপজেলার। যাদের বয়স ৪৫ থেকে ৮৫ বছরের মধ্যে।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত পাঁচ হাজার ৩১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৭৫০ এবং মারা গেছেন ১৪৭ জন।
তানভীর হাসান তানু/এএইচ/এমএস